শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মী ছাঁটাইকে সঙ্কটের সমাধান মনে করেন না টাটা

News Sundarban.com :
জুলাই ২৫, ২০২০
news-image

করোনাকালে কোনো প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাইকে সঙ্কটের সমাধান মনে করেন না  টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা। তার মতে, এটা একটা অনৈতিক কর্ম। যে মানুষগুলো তার মালিকের স্বার্থে এতদিন খাটল, মালিক কেবল নিজের স্বার্থ মাথায় রেখে তাদের তাড়িয়ে দিলে সেটা নৈতিক সততা হতে পারে না।

সংবাদ ওয়েবসাইট ‘ইওর স্টোরি’তে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে রতন টাটা বলেন, ‘এই মানুষগুলো তোমার জন্য কাজ করেছেন। নিজেদের গোটা কর্মজীবন তোমার জন্য তারা ব্যয় করেছেন। আর আজ তাদেরই তুমি বৃষ্টির মধ্যে ঘরের বাইরে বের করে দিলে। নিজের কর্মীদের প্রতি এই আচরণই কি তোমার নৈতিক সংজ্ঞা?’

রতন টাটার টাটা গ্রুপ ব্যতিক্রম হলেও ভারতে বহু সংস্থা করোনার কারণে আয় কমে যাওয়ার যুক্তি দেখিয়ে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করেছে। তুলনায় উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাগ বেতন ছাঁটলেও বিরাট লোকসান হজম করেও কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটেনি টাটা গ্রুপ-এর অধীনস্থ কোনও সংস্থা।