শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে বাসন্তী তে বিক্ষোভ বিজেপির

News Sundarban.com :
জুলাই ২৪, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং 

চলছে করোনার দাপট। চলছে লকডাউনও। এরই মাঝে গত ২০ মে আচমকা আঘাত হেনেছে আম্ফান নামক সাইক্লোন ঝড়। তছনছ হয়ে গিয়েছে সমগ্র সুন্দরবন এলাকা সহ পিছিয়েপড়া বাসন্তী ব্লকও। কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষজন। বর্তমান অধিকাংশ মানুষজন কর্মহীন হয়ে পড়ে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য দিশাহারা হয়ে পড়েছেন।বাসন্তী ব্লক সহ অন্যান্য ব্লকের সেই সমস্ত অসহায় দুর্গত মানুষজনের বিদ্যুৎবিল মুকুবের দাবীতে আন্দোলনে নামলো দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপির সাংগঠনিক নেতৃত্ব।শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপির সম্পাদক তথা বাসন্তী বিধানসভার পর্যবেক্ষক সঞ্জয় নায়েকের নেতৃত্বে সারা রাজ‍্যের ন‍্যায় করোনা, আম্ফান বিধ্বস্ত, অসহায় কর্মহীন বাসন্তী ব্লকের সাধারণ মানুষের বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে বাসন্তী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্য বিজেপি নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভা এলাকার মন্ডল সভাপতি রমেশ চন্দ্র মাঝি, শ্রীবাস গায়েন, নির্মল মন্ডল,কালিচরন নস্কর সহ অন্যান্যরা।

বিক্ষোভ কর্মসূচির পরেই বাসন্তী ব্লক বিদ্যুৎ ষ্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির জেলা সম্পাদক সঞ্জয় নায়েক বলেন “আম্ফান আর করোনার দাপটে জর্জরিত সাধারণ মানুষ। পেটের ভাত জোগাড় করতে হিমশীম খেতে হচ্ছে। সেই সংকটময় পরিস্থিতিতে সাধারণ দুর্গত মানুষজন কি ভাবে বিদ্যুৎ বিল মেটাবেন?সেই বিদ্যুৎ বিল যাতে পুরোপুরি মুকুব হয় তার জন্য আমরা বাসন্তী ব্লক বিদ্যুৎ দফতর কে জানিয়েছি।বিদ্যুৎ বিল মুকুব না হলে জনগণের স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো।”