বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষি মরশুমে রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ উঠল বাঁকুড়ায়

News Sundarban.com :
জুলাই ২২, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া: 

কেন্দ্রীয় সরকার অতিমারী অবস্থায় কৃষিউৎপাদন স্বাভাবিক রাখতে বহুমুখী ব্যাবস্থা গ্রহন করেছে।এরমধ্যে একটা হলো ভর্তুকিতে রাসায়নিক সার কৃষকদের সরবরাহ করা। কৃষি মরশুমে রাসায়নিক সারে কালোবাজারি করার অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ায়। স্থানীয় কৃষকদের অভিযোগ মেজিয়া এলাকার সবকটি রাসায়নিক  সারের দোকানে থেকে রাসায়নিক সার কিনতে গেলে বস্তায় লেখা ন্যায্য দামের থেকে বস্তা পিছু সারের এর উপর দিতে হচ্ছে বাড়তি ৭০ টাকা থেকে  ১২০ টাকা পর্যন্ত।

অথচ  কৃষকরা দোকানদারের কাছে বিল চাইলে মিলছে বস্তার উপরে লেখা সরকারি দামের বিল। এর পরই কৃষকরা বুঝতে পারেন কালোবাজারি চালাচ্ছে একচক্র। দোকানদারকে কৃষকরা চড়া দামের বিষয়ে প্রশ্ন করলে দোকানদারের তরফে মিলছে বাজে ব্যবহার। শুধুমাত্র এক দুটি দোকান নয় মেজিয়া এলাকায় প্রায়  সবকটি দোকানের একই ছবি। ফলে ক্ষুদ্র চাষীরা বাধ্য হয়েই চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন সকলেই। মৌখিকভাবে কৃষকদের সেই অভিযোগ পৌঁছায় স্থানীয় মেজিয়া ব্লক প্রশাসনে। মেজিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ ব্যানার্জি  কৃষকদের সেই অভিযোগ পেয়ে অভিযোগ খতিয়ে দেখার  ব্যবস্থা গ্রহণ করেন। মেজিয়ার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্ব মেজিয়া ব্লক সহ কৃষি অধিকর্তা ও পুলিশ কে সাথে নিয়ে কৃষকদের অভিযোগ খতিয়ে দেখতে  সারের দোকান গুলিতে হানা দিলেন তারা। কথা বললেন সারের দোকান মালিক গুলির সঙ্গে।

যদিও রাসায়নিক সারের দোকান মালিকরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।কৃষকদের অভিযোগ প্রমাণিত হলে  দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।