শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাবণ আকাশপথেই সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন : শ্রীলঙ্কা সরকার

News Sundarban.com :
জুলাই ২১, ২০২০
news-image

বিমান নিয়ে নতুন দাবি করেছে শ্রীলঙ্কা। দেশটির সরকার বলেছে, রামায়নে উল্লেখ করা বিমানের উদ্ভাবক ছিলেন রাম নন, রামের প্রাণের শত্রু রাবণ। এ নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গবেষণার কাজও শুরু হতে যাচ্ছে বলেও জানা গেছে। – নিউজ এইটিন

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বে প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ রামায়ণের কাহিনি অনুযায়ী, শ্রীলঙ্কার শাসক ছিলেন রাবণ৷ আকাশপথেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন৷ হিন্দু মতে, রাবণকে দানব রূপে দেখা হলেও শ্রীলঙ্কায় রাবণকে ঘিরে নানা রহস্যময় লোকগাঁথা রয়েছে৷ দ্বীপরাষ্ট্রের প্রাক্তন রাজা হিসেবে রাবণকে যেমন সেখানে শ্রদ্ধার চোখে দেখা হয়, তেমনই শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই!

এবার এই দাবিকেই স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকারও৷  সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির পক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ এরই মধ্যে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷ ‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্য হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷