শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ফাজিল এ নবম বাসন্তী ব্লকের আব্দুস সামাদ কে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

News Sundarban.com :
জুলাই ১৯, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

বোমা আর গুলির আওয়াজে প্রতিনিয়ত কেঁপে ওঠে সুন্দরবনের পিছিয়েপড়া এলাকা বাসন্তী ব্লকের মিঠা মাটি আর নোনাজল।প্রায় প্রতিদিনই লেগেই রয়েছে গোষ্ঠী সংঘর্ষ,খুন পাল্টা খুন,অগ্নিসংযোগ।এমন কঠিন মুহূর্তের মধ্যে মধ্যে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করে রাজ্যের মাদ্রাসা বোর্ড পরীক্ষায় ফুরফুরিয়া ফতেহিয়া সিনিয়র মাদ্রাসা(হুগলী)থেকে ফাজিলে ৫৩২ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অর্জন করে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েতের খদিশাখালি গ্রামের আব্দুস সামাদ লস্কর।আর এমন সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কৃতি এই ছাত্রের বাড়িতে।

আব্দুস সামাদ বাড়ি না থাকার জন্য ১৬ জুলাই তার বাবা সাইফুদ্দিন লস্কর ও মা জাহানারা লস্করের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বাসন্তীর বিডিও সৌগত সাহা।যদিও শনিবার সন্ধ্যায় এমন কৃতি ছাত্রের বাড়িতে গিয়ে আবারও সংবর্ধনা শুভেচ্ছা জানিয়েছেন বাসন্তী থানার ওসি বিশ্বজিৎ ঘোষ ও স্থানীয় সমাজসেবী ফারুক আহমেদ সরদার।পাশাপাশি কৃতি এই ছাত্রের পাশে থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এই পুলিশ আধিকারীক ও বিশিষ্ট সমাজসেবী।
নিজের সাফল্যেও যথেষ্ট খুশি সামাদ। আগামী দিনে পড়াশোনা করে সে হতে চায় একজন গবেষক।