বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন কারী ইয়াসমিনা খাতুন

News Sundarban.com :
জুলাই ১৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন কারী দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার মেয়ে ইয়াসমিনা খাতুন ।
উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারী ইয়াসমিনা খাতুন বাবা হতদরিদ্র তারমধ্যে দিও রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে বাবা পেশায় চাষী দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগিয়ে ও শেয়ার রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী প্রত্যন্ত এলাকায় দক্ষিন চব্বিশ পরগনা বুরুল পশ্চিম পাড়ার বাসিন্দা সাতগাছিয়া বিধানসভার বজ বজ 2 নম্বর ব্লকের অধীনস্থ তার প্রাপ্ত নম্বর 494 মেয়েটি বুরুল গার্লস হাই স্কুলে পড়াশোনা করতো কলা বিভাগ নিয়ে এসে পড়াশোনা পড়াশোনা করতে চায় সে জিওগ্রাফিতে নিয়েই সে পড়াশোনা এগিয়ে যাবে ভবিষ্যৎ জীবনে দিনে 15 ঘন্টা পড়াশোনা করেও বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগাই তার আঁকতে খুব ভালো লাগে কিন্তু বাবার আর্থিক দুরবস্থার কারণে আকার তার হলো না কিন্তু সে এখন রাজ্যের মধ্যে জেলার শীর্ষ স্থান অধিকারী মেয়েটিকে অন্যান্য জায়গার মতো বুরুল কেও তার রাজ্যের মধ্যে একটি স্থানে আনতে উদগ্রীব ।বাবা আব্বাস উদ্দিন তিন সন্তান তার মধ্যে ইয়াসমিনা বড় ।