বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু, নামখানা থানায় বিজেপির ডেপুটেশন

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

গত সোমবার ভোরে বাড়ি থেকে কিছু দূরে রাস্তার পাশেই বন্ধ দোকানের সামনের ছাউনি থেকে উদ্ধার হয় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহ।

দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে শুরু হয় রাজনীতির বাতাবরণ। শুরু হয় রাজনৈতিক চাপানোউতোর।ওই রহস্যের ওপর থেকে পরদা সরাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল বিজেপি। রাজ্য প্রশাসন মঙ্গলবার আত্মহত্যার তত্ত্বে কার্যত শিলমোহর দিয়ে দেওয়ায় এদিন বিধায়কের মত্যুর সিবিআই তদন্ত চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন দলের সর্ববারতীয় নেতৃত্ব। সেই নিয়ে বুধবার বিকেলে নামখানা থানায় বিজেপির কর্মী সমর্থকরা ডেপুটেশন দেয়।
এই প্রসঙ্গে বিজেপি নেতা বিপ্লব নায়েক বলেন, আজ আমরা নামখানা থানায় ডেপুটেশন দিয়েছি। যাতে বিধায়কের মৃত্যু নিয়ে কোনো রাজনীতির বাতাবরণ যেন সৃষ্টি না হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। শাসক দল যেভাবে মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন সেটা মোটেও সুখকর নয়।

তিনি আরো বলেন, আমরা কতগুলো দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন।
আমরা ৫০জন বিজেপি কর্মী সমর্থকরা সবাই সোশ্যাল ডিস্ট্যান্স এবং মাক্স ব্যবহার করে আমরা নামখানা থানায় ডেপুটেশন দিয়েছি।