শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকাশ্যে গুলি ভাটপাড়ায়

News Sundarban.com :
জুলাই ১৫, ২০২০
news-image

বারাকপুর :- প্রকাশ্য দিবালোকে গুলি ভাটপাড়া থানার ঘোষপাড়া রোডের আর্যসমাজ মোড়ের কাছে। গুলিবিদ্ধ স্ক্র্যাপ ব্যবসায়ী ধর্মেন্দ্র সিং ওরফে ধড়ুয়া। যদিও শাসকদলের দাবি, ধর্মেন্দ্র দলের স্থানীয় যুবনেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর্যসমাজ মোড় সংলগ্ন মাজারের পাশে চুড়িয়াল টেকনো পার্ক প্রাইভেট লিমিটেড নামে একটি প্ল্যাস্টিক কারখানা আছে। ওই কারখানার স্ক্র্যাপ কেনাবেচা করতো ধর্মেন্দ্র। এদিন ঠিক ৯-৪০ মিনিট নাগাদ বাইক নিয়ে ওই কারখানায় ঢোকার মুখে ধর্মেন্দ্রকে পিছন থেকে মাথার পিছনে গুলি করে। ওর মাথার নিচের দিকে গুলি লেগে সেটি বেরিয়ে যায়। তৎক্ষণাৎ ওকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা ও যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুর। এই গুলির ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আর্যসমাজ মোড় চত্বরে। যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, একজনের গুলি লেগেছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ উঠেছে, জগদ্দল থানার দিক থেকে একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ধর্মেন্দ্রকে লক্ষ্য করে গুলি কাঁকিনাড়া বাজারের দিকে পালিয়ে যায়। স্থানীয় তৃনমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির লোকজন ওকে গুলি চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে সাংসদ অর্জুন সিংয়ের দাবি, যার গুলি লেগেছে সেই ধড়ুয়া দুটি খুনের ঘটনায় অভিযুক্ত। পুলিশের খাতায় সে ফেরার।