বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 মাস্ক হাতে নিয়ে রাজপথে নামলো ক্যানিং ব্যবসায়ী সমিতি

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

প্রবল গতিতে বাড়বে করোনা সংক্রমণ,এমন আশাঙ্কা অনেক আগেই ছিল।জুলাই আগষ্টে সাইক্লোন গতিতে বাড়বে করোনা সংক্রমণ এমনটাই আশাঙ্কা আগে ভাগেই করেছিলেন বিশেষঞ্জরা।আর সেই আশাঙ্কা বাস্তবে প্রতিফলিত হয়ে গত তিন দিনে অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ক্যানিং মহকুমার বিভিন্ন এলাকায়।বিগত দিনে যেখানে ক্যানিং মহকুমা এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫,সেখানে একলাফে সংখ্যাটা বেড়ে গিয়ে পঞ্চাশ ছাড়িয়েছে।ক্যানিং মহকুমার ক্যানিং ১ ও ২,বাসন্তী,গোসাবা ব্লকে পজিটিভ হওয়ার খবর মিলেছে। পাশাপাশি বাসন্তী এবং ক্যানিং ব্লক প্রশাসন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট,জনবহূল বাজার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সেখানে অফিস কাছারীও বন্ধ থাকবে বলে জানাগেছে।এমন কঠিন বাস্তব সমস্যার সম্মূখীন হয়েও বেশ কিছু সাধারণ মানুষজন মাস্কহীন ভাবেই রাস্তায় বেরিয়ে পড়ছেন। সেই পরিস্থিতে সচেতন করতে লাঠি এবং মাস্ক হাতে নিয়ে রাজপথে নামলো তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্যানিং ব্রীজ রোড(ওয়েষ্ট)ব্যবসায়ী সমিতি।এদিন রীতিমতো রাজপথে দাঁড়িয়ে লাঠি উঁচিয়ে ভয় দেখিয়ে মাস্কহীন সাধারণ পথচলিত সাধারণ মানুষজনদের কে সচেতন করেন এবং তাদের হাতে মাস্ক তুলেদেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্যানিং ব্রীজ রোড(ওয়েষ্ট)ব্যবসায়ী সমিতির সম্পাদক সোনাই মোল্লা বলেন “ক্যানিং মহকুমা এলাকায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সাধারণ মানুষজনদের কে সতর্কত করে সচেতন করার জন্য আমরা রাজপথে নেমেছি। সচেতনতার পাশাপাশি প্রায় পাঁচশ পথচলিত মাস্কহীন মানুষের হাতে মাস্ক তুলে দিয়েছি। এমন সচেতনতার কর্মসূচী আগামী দিনেও চলবে।”