শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনি বেজায় কালো, তরমুজ খেলে গায়ের রঙ সুন্দর হবে

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২০
news-image

করোনার এই সময়ে তরমুজ দরকার। কোথায় পাওয়া যাবে তরমুজ? তাও দু একটি তরমুজ নয়। অর্ধশত তরমুজ দরকার পরিচালক হিমু আকরামের। কারণ তিনি ঈদুল আজহার জন্য নির্মাণ করছেন ‌‘গফুর কাকার তরমুজ’।

নাটকটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকের গল্পে তরমুক খাবেন তিনি। কারণ তিনি বেজায় কালো। তরমুজ খেলে গায়ের রঙ সুন্দর হবে। তাই শুটিংয়ের জন্য রাজধানীর কাওরান বাজার থেকে নেয়া হয়েছে অর্ধশতাধিক তরমুজ। দৃশ্যের প্রয়োজনে প্রথম দিনেই সেখান থেকে ১০টি তরমুজ সাবাড় করে দেন জাহিদ হাসান। তরমুজগুলো সব স্যানিটাইজ করা ছিলো বলেও জানিয়েছেন পরিচালক হিমু আকরাম।

কালো মেকআপ নিয়ে এই নাটকে অভিনয় করতে হয়েছে জাহিদ হাসানের। কালো থেকে সুন্দর হতে হবে তার। একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর তাকে হতেই হবে। এই জন্যই তরমুজ খান সারাক্ষণ। সব সময় তরমুজ নিয়েই ঘুরেন।

জাহিদ হাসান বলেন, ‌‘প্রথমবার এতো কালো মেকাপ নিয়ে শুটিং করছি। এর আগে এমন চরিত্রে অভিনয় করা হয়নি। কষ্ট হলেও করতে হচ্ছে। করোনার এই সময়ে আরও বেশি ঝামেলা হচ্ছে। তবে গল্পটি সুন্দর লাগবে দর্শকদের।’