শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের খেলতে বাধা নেই

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২০
news-image

আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইউরোপের প্রতিযোগিতা থেকে ম্যানচেস্টার সিটিকে দুই বছর নিষিদ্ধ করে উয়েফা। কিন্তু ম্যানসিটি সেই অভিযোগ নাকচ করে দেয়। তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে ক্রীড়া বিষয়ক আদালতের (সিএএস) কাছে। সোমবার সেই আপিলের রায়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ম্যানসিটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের তাই খেলতে কোন বাধা নেই।

ম্যানসিটির বিপক্ষে অভিযোগ উঠেছিল তারা আয়ের ঠিকঠাক হিসেব উয়েফাকে দেয়নি। ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ তাই সিটিকে ‍দুই বছর চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ থেকে নিষিদ্ধ করে। সঙ্গে জরিমানা করে ৩০ মিলিয়ন ইউরো। নিষেধাজ্ঞা উঠে গেলেও ম্যানসিটিকে দিতে হবে জরিমানা।

গত ফেব্রুয়ারিতে উয়েফা ম্যানসিটিকে নিষিদ্ধ করার কারণ হিসেবে বিবৃতিতে জানান, ম্যানসিটি তাদের আয় বেশি করে দেখিয়েছে। কিন্তু সিএএস নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণ হিসেবে জানিয়েছে, আর্থিক অনিয়ম ম্যানসিটি করেনি। তবে তারা আর্থিক স্বচ্ছতা যাচাইয়ের ব্যাপারে উয়েফাকে ঠিক মতো সহায়তা করেনি।