শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার একদিনে সংক্রমণ ছুঁলো দেড় হাজারের ঘরে

News Sundarban.com :
জুলাই ১২, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে এখনও পর্যন্ত সর্বাধিক দেড় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময় নতুন করে রেকর্ড সংখ্যক আরও এক হাজার ৫৬০ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বাধিক। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ হাজার ১৩। অন্যদিকে এই সময়ে এখনো পর্যন্ত আরো ২৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১৩ জন কলকাতার বাসিন্দা। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩২।

যার মধ্যে ৪৯৯ জন কলকাতার বাসিন্দা।বর্তমানে ১০ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় আরও ৬২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ১৮ হাজার ৫৮১ জন রোগী আরোগ্য লাভ করলেন। অন্যদিকে গতকালের তুলনায় আরোগ্যের হার আরও কিছুটা কমে হয়েছে ৬১ দশমিক ৯০ শতাংশ।গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৭০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৬ লাখ ১৭ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলো।