হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি

নিউজ সুন্দরবন ডেক্স: হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি। ক্ষতিগ্রস্ত পাশের আরেকটি বাড়ি। ঘটনাটি উত্তর সিকিমের মঙ্গন শহরে।
গত কয়েক দিনধরে অতি বর্ষনের ফলে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উত্তর সিকিমের মঙ্গন শহরের একটি চার তলা বাড়ির দেওয়ালে চিড় ধরতে থাকে। তৎক্ষণাৎ বাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র সরে যায়।
কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ বাড়িটি ধসে পড়ে। পাশের আরেকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখাদিলে ওই পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।