শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীদের মাস্ক পরতে বলায় বাসচালককে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ফ্রান্সে

News Sundarban.com :
জুলাই ১১, ২০২০
news-image

যাত্রীদের মাস্ক পরতে বলায় এক বাসচালককে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে ফ্রান্সে। ফ্রান্সের বেয়োঁ শহরের ওই ঘটনায় মারাত্মকভাবে আহত বাসচালক ফিলিপ শুক্রবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এই ঘটনায় দেশটির পুলিশ অন্তত দু’জনকে গ্রেপ্তার করেছে। নিহত বাসচালককে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাঁ কাসটেক্স৷

নির্মম এ ঘটনা ঘটেছে যাত্রীদের মাস্ক পরতে বলা থেকে। রগচটা যাত্রীরা বাসচালকের অনুরোধে কান দিচ্ছিল না। পরে বাসচালক ফিলিপ মাস্ক না পরলে যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলেন। এতেই খেপে যায় যাত্রীরা। তারা এক যোগে হামলা চালায় ফিলিপের ওপর। মারাত্মকভাবে আহত ৫৮ বছর বয়সী ফিলিপ হাসপাতালে মারা যান।

ফিলিপের মেয়ে জানান, ‘বাবা ব্রেন ডেথ হওয়ার পরে লাইফ সাপোর্টে ছিল৷ আমরা ডাক্তারদের বললাম, ব্রেন ডেথ মানে সব শেষ৷ লাইফ সাপোর্ট দিয়ে আর কী হবে৷ খুলে দিন৷ ডাক্তাররাও সেই পরামর্শই দিলেন৷’