বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সরিয়ে দেওয়া হল বিধাননগরের কমিশনারকে, বদলি ঘিরে উঠছে প্রশ্ন

News Sundarban.com :
জুলাই ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ ফের পুলিশের উচ্চস্তরে রদবদল করল রাজ্য সরকার। আনলক পর্বের মধ্যেই গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে। পরিবর্তন ঘটানো হল রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদেও। বিধানসভা নির্বাচনের আগে এটি নিয়মমাফিক বদলি বলে দাবি করেছে প্রশাসনিক মহল।কিন্তু যেখানে রাজ্যের কনটেনমেন্ট এলাকায় নতুন করে লকডাউন শুরু হয়েছে এবং ওই কমিশনারেটের আওতায় বহু সংখ্যক কনটেনমেন্ট জোন রয়েছে তাই কমিশনার বদলের এই সময় নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠছে।প্রশাসনের একাংশের মতে করোনা পরিস্থিতির সঙ্গে এই বদলির সম্পর্ক নেই। বরং ওই এলাকায় বিজেপির ক্রমবিকাশের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে। বিধাননগর কমিশনারেট এলাকায় বিজেপির বাড়বাড়ন্ত রুখতে ব্যর্থতার কারণেই কমিশনার পদ থেকে লক্ষী নারায়ন মিনাকে সরে যেতে হল বলে ওই অংশের অভিমত।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুয়ায়ী , বিধাননগরের পুলিশ কমিশনার লক্ষী নারায়ন মিনাকে বদলি করা হয়েছে আইজি সিআইডি পদে। তার জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মুকেশ। তিনি এতদিন রাজ্য পুলিশের মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। এছাড়াও বদলি হয়েছেন বিধাননগর কমিশনারেটের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার রনেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি গেলেন ডিআইজি আইবি(বর্ডার) পদে। অন্যদিকে, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হলেন সুনীল কুমার চৌধুরী। তিনি ছিলেন সিআইডি ডিআইজি (অপারেশন) পদে। বিধাননগরে বিজেপির বাড়বাড়ন্তের সঙ্গে পুলিশ কমিশনারের বদলির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।