শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাছের মুখের গড়ন অনেকটাই মানুষের মতো

News Sundarban.com :
জুলাই ১০, ২০২০
news-image

এর আগে মানুষের মতো অবিকল দেখা গিয়েছিল মাছের। তবে যে ছবি মিলেছিল তা ছিলো অনেকটাই ঝাপসা। তবে এবারের ব্যাপারটা আলাদা। মানুষের মুখে মতো মুখের মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ হয়েছে। মাছটির মুখ একেবারে মানুষের মতো। রয়েছে দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসতেই ভাইরাল হয়ে যায় তা। মূলত এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিস।

সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখতে পাওয়া যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনের অংশটা দেখতে বেল্টের মতো। -জি নিউজ