বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিধানসভা নির্বাচনে বিজেপি বিলীন হয়ে সাইনবোর্ডে পরিণত হবে – উত্তম

News Sundarban.com :
জুলাই ৯, ২০২০
news-image

বিশ্লেষন মজুমদার, ক্যানিং –

আগামী বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রচুর ভোটে জয়লাভ করবে। বিলুপ্ত প্রায় কংগ্রেস,সিপিএম কিংবা সাম্প্রদায়িক বিজেপি যতই নাটক করুক না কেন কোথাও কোনভাবে দাঁত ফোটাতে পারবে না। কারন এই সাম্পদায়িক দল ধাপ্পা দিয়ে রাজনীতি করে। আর ধাপ্পাবাজদের সেই রাজনীতির পরিস্থিতি জনগণ বুঝতে পেরে গেছে। এক প্রতিবাদ সভায় এমনটাই আক্রমণাত্মক ভাবে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে আক্রমণ করলেন ক্যানিং ১ ব্লকের মাতলা ২ গ্রামপঞ্চায়েত তৃণমূল প্রধান উত্তম দাস।উল্লেখ্য পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম কেন্দ্রের গোলকুঠি নিউ বাস ট্রার্মিন্যাল এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন হয় মাতলা-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মাতলা-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই,উত্তম দাস,পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার,অহল্যা কয়াল,তৃণমূলের নেতা অশোক মজুমদার সহ অন্যান্যরা।

এদিনের প্রতিবাদ সভায় মাতলা-২ প্রধান উত্তম দাস বলেন “স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের ডাকে অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকারের রিরুদ্ধে ভারতীয় রেল বেসরকারি করণ, পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভা।পাশাপাশি তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন আম্ফান নিয়ে যারা দুনীর্তি করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে।পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল গুলির বিরুদ্ধে আক্রমণ করে বলেন সিপিএম,কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে,সাম্প্রদায়িক দল বিজেপিও বিধানসভা নির্বাচনে সাইনবোর্ডে পরিণত হয়ে বিলীন হয়ে যাবে।