নামখানা ব্লকে চলছে দলবদলের পালা

ঝোটন রয়, নামখানা:
নামখানা ব্লকে চলছে দলবদলের পালা। মঙ্গলবার নামখানা ব্লকের হরিপুর বাজারে ২০টি পরিবার বিজেপিতে যোগদান করলো। এই যোগদান অনুষ্ঠানে মণ্ডল কমিটির সেক্রেটারি বিপ্লব নায়েকের নেতৃত্বে শক্তি কেন্দ্রিক প্রমুখ রামকৃষ্ণ বৈতালিক এবং রবীন্দ্রনাথ মন্ডল ওই ২০টি পরিবারের হাতে বিজেপির পতাকা তুলে দেন।
এই প্রসঙ্গে মণ্ডল কমিটির সেক্রেটারি বিপ্লব নায়েক বলেন, মানুষ এই আমফান ঝড় নিয়ে শাসক দলের ওপর তিতিবিরক্ত। তার আগে বুলবুলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। আমফান ঝড়ে ও তার কোনও ব্যতিক্রম ঘটেনি। চারিদিকে যেভাবে স্বজনপোষণের ঘটনা ঘটছে। তার আর বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূল এবং সিপিএম-এর কর্মীরা নিজ দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে উদ্বুদ্ধ হয়ে এবং তাদের নিরাপদ আশ্রয় মনে করে আঞ্চলিক স্তরে এনারা আমাদের সাথে যোগদান করছে। এতে আমরা খুব খুশি।