মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাম-কংগ্রেস ডেপুটেশন দিলো বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রের কাছে

News Sundarban.com :
জুলাই ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ মূলত 15 দফা দাবিতে বাম কংগ্রেস যৌথ মঞ্চ ডেপুটেশন দিলো বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রের কাছে। বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনের 41 টি ওয়ার্ডের মধ্যে সাতাশটি রাজারহাট গোপালপুর অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই তাদের মূল দাবি বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশন এর সাথে রাজারহাটের নাম যুক্ত করতে হবে। এছাড়া আম্পান এ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা বিডি অফিসে জানাতে হবে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ কর্পোরেশনের যেকোনো বড় অফিস থেকেই দিতে হবে। কোন ওয়ার্ড অফিস থেকে দেওয়া চলবে না ।

এছাড়া রাজারহাট গোপালপুর এলাকার বিল্ডিং প্ল্যানসিসি মিউটেশন চালু করতে হবে। অবিলম্বে সব কিছু নিয়েই 15 দফা দাবিতে আজকের এই অভিযান অভিযানের নেতৃত্বে বামফ্রন্টের পক্ষ থেকে ছিলেন জেলা কমিটির সদস্য সুরজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের তরফে ছিলেন সোমেশ্বর বাগুই।