শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১৯ তম জন্মদিবস পালন নামখানায়

News Sundarban.com :
জুলাই ৬, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ১১৯ তম জন্মদিবস পালন হল নামখানা ব্লকে। নামখানা ব্লকের হরিপুর বাজারে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই জন্মদিন পালন করেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন একাধিক কর্মীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির সেক্রেটারি বিপ্লব নায়েক, যুব মোর্চার সদস্য পরিতোষ নায়েক, উপস্থিত ছিলেন ২১৬ নম্বর বুথের সভাপতি অনন্ত জানা, জয়ন্তী দাস, বিশিষ্ট সমাজসেবক দীপক জানা প্রমুখ ব্যক্তিবর্গ।

মণ্ডল কমিটির সেক্রেটারি বিপ্লব নায়েক বলেন, সারা ভারতবর্ষে ৩৭০ ধারাকে হটানোর লক্ষ্যে শ্যামাপ্রসাদ মুখার্জী শহীদ হয়েছেন। তার অপূর্ণ ইচ্ছা ভারতীয় জনতা পার্টির সৈনিক নরেন্দ্র মোদিজি পূর্ণ করেছেন। এবং তারই দেখানো পথ ধরে তিনি যেহেতু বাঙালি মনীষী ছিলেন। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই অনাচার, দুরাচার, অত্যাচার মুক্ত পশ্চিমবাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি একটা নিরন্তন কাজ করে চলেছে।
এইভাবে এক এক করে কর্মীরা শ্যামাপ্রসাদ মুখার্জির উপর বক্তব্য রাখেন।