বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আনলক পর্বে এবার পর্যটকদের স্বাগত জানাতে তৈরি রাজ্যের সরকারি টুরিস্ট লজ

News Sundarban.com :
জুলাই ৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ লকডাউন উত্তরপর্বে রাজ্যের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সরকারি ট্যুরিস্ট লজগুলিকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে পর্যটকদের জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবস্থিত ১৩টি টুরিস্ট লজে র দরজা খোলা হচ্ছে বলে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে থাকার জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এখন টুরিস্ট লজ গুলি র যাবতীয় বুকিং শুধুমাত্র অনলাইনে করা যাবে। পর্যটকদের জন্য সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মিতভাবে ঘর জীবাণুমুক্ত করা এবং সুরক্ষা বৃদ্ধির ব্যাপারে কর্মীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।প্রাথমিক পর্যায়ে ডায়মন্ডহারবার, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, বকখালি, দিঘা, মেদিনীপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, মাইথন, বোলপুর ও কালিম্পংয়ে। ইতিমধ্যেই অনলাইন বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের তরফে জানানো হয়েছে।

রাজ্যের প্রায় এক কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষা ভাবে জড়িত পর্যটন শিল্পের সঙ্গে। গত সাড়ে তিন মাসের লকডাউনের জেরে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে সেই পর্যটন শিল্প। আর এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের অবস্থা এখন খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। অনেকেই চাকরি হারিয়েছেন, কেউ কেউ কার্যত নিঃস্বও হয়ে গিয়েছেন। তাই সমস্ত দিক খতিয়ে দেখে রাজ্যের ১৩টি টুরিস্ট লজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তাতে সাড়াও দিচ্ছেন বেশ কিছু পর্যটকেরা।