শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে মোকাবিলা করতে হবে : বন মন্ত্রী

News Sundarban.com :
জুলাই ৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ রাজ্য তথা দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর এই কঠিন পরিস্থিতিতে রাজ্যবাসীকে পজেটিভ থাকার বার্তা দিলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন একটি ভিডিও বার্তায় জানিয়েছেন একদিকে codiv 19, অন্যদিকে আবার রাজ্যে আমফান, রাজ্যবাসীর একেবারে জেরবার অবস্থা। ঠিক আবার এই সময়ে লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর চীনা সৈনিকদের আক্রমণ। এই সমস্ত বিপর্যয়ের পাশাপাশি সুশান্ত সিং রাজপুত এর মত এক উদীয়মান তারকার মৃত্যু ।

মানুষের মনে এক হতাশা বিষণ্নতার সৃষ্টি করেছে। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের ভেঙে পড়লে চলবে না। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে মোকাবিলা করতে হবে। সমস্ত রাজ্যবাসীকে পজেটিভ এবং অপটিমিস্টিক বার্তা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আশাবাদী এবং রাজ্যের মানুষের মধ্যেও এই আশার সঞ্চার করছেন। যে সারাদেশ একদিন করনা মুক্ত হবে রাজ্যের মানুষ। সমস্ত বিপর্যয় কাটিয়ে উঠবেন ।বাংলার মানুষ পারে সমস্ত কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করতে এমনটাই এদিন বার্তা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।