শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে সচিব বদল

News Sundarban.com :
জুলাই ৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে সচিব বদল হল। অনিল ভার্মা বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হলেন। এতদিন তিনি ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্সের প্রিন্সিপাল স্টেট এডিটর ছিলেন। ১৯৮৫ সালের আইএএস সুমন্ত চৌধুরি এতদিন শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের অধিকর্তা ছিলেন। এখন থেকে এই দায়িত্বের পাশাপাশি নয়া দিল্লির রেসিডেন্স কমিশনার অফিসে বিশ্ববাংলার ওএসডি–র দায়িত্ব সামলাবেন। বরুন রায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব হলেন। এতদিন তিনি বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের দায়িত্বে ছিলেন। এখন এই পদের দায়িত্ব পেলেন ছোটেন লামা। তিনি এতদিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভাগীয় সচিব ছিলেন। রাজেশ কুমার সিনহা এখন থেকে শুধুমাত্র।

আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পালন করবেন। এতদিন তাঁর হাতে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত দায়িত্বও ছিল। ১৯৯৭ সালের আইএএস রাজীব কুমার হলেন নতুন স্টেট এডিটর, ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স। এতদিন তিনি অপ্রচলিত শক্তি দপ্তরের দায়িত্বে ছিলেন। তেজস ভি রাণা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ওএসডি থেকে ভূমি দপ্তরের ওএসডি–এর দায়িত্বে এলেন।