প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের পরবর্তী ছবি

নিউজ সুন্দরবন ডেস্কঃ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের পরবর্তী ছবি। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে শকুন্তলা দেবীর বায়োপিক। একটি ছোট টিজার শেয়ার করে বিদ্যা এমনই জানালেন তার ভক্তদের। ছবিতে রয়েছেন সানয়া মালহোত্রা, অমিত সাধ ও যিশু সেনগুপ্ত।
শকুন্তলা দেবী অঙ্কের জটিল হিসাবও সেকেন্ডের মধ্যে করতে সক্ষম ছিলেন। তাঁর অসাধারণ গগণ ক্ষমতার জন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত রয়েছে। ছবিতে শকুন্তলা দেবীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন সানয়া। মা-মেয়ের জটিল অথচ অদ্ভূত সুন্দর এক সম্পর্কের দিকও এই ছবিতে তুলে ধরা হয়েছে।