শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর বিয়ে আটকে যাচ্ছে করোনাভাইরাসের কারণে

News Sundarban.com :
জুন ২৬, ২০২০
news-image

দেশের প্রধানমন্ত্রীর বিয়ে বলে কথা! তাও কিনা আটকে যাচ্ছে করোনাভাইরাসের কারণে। একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারের মতো পিছিয়ে গেছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের বিয়ে। বৃহস্পতিবার মেট নিজেই জানিয়েছেন, দেশের স্বার্থে ইউরোপিয়ান কাউন্সিলের করোনা বিষয়ক জরুরি বৈঠকে যোগ দিতে তৃতীয়বারের মতো নিজের বিয়ে পিছিয়ে দিলেন তিনি। – সিএনএন

অনেক দিন ধরেই নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন মেট ফ্রেডেরিকসেন। কিন্তু করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ও লকডাউনের কারণে তাদের বিয়ের তারিখ বাতিল করতে হয় দু’বার। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পরে, তৃতীয় বারের জন্য বিয়ের তারিখ ঠিক করে ফ্রেডেরিকসেন ভেবেছিলেন, এবার বিয়েটা সম্ভব হবে শেষমেশ। কিন্তু হঠাৎই সামনে চলে আসে ইইউ সামিট। ফলে এবারও বিয়ে পেছাতে হল তাকে।

ফেসবুকে নিজের প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়েছেন প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এবং লিখেছেন, ‘আমি এই সেরা মানুষটিকে বিয়ে করার জন্য সত্যিই উদগ্রীব। কিন্তু তা কিছুতেই সহজে হচ্ছে না। এবার একটা বড় মিটিং চলে এল সামনে। জুলাই মাসের ঠিক যে শনিবারটিতে আমাদের বিয়ের তারিখ ছিল, ওইদিনই ব্রাসেলসে ইইউ মিটিং হবে। দেশের জন্য আমাকে সেই সম্মেলনে যেতে হবে। তাই আমি আবার পরিকল্পনা বদল করলাম।’