বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশন ও ক্যানিং নাগরিক সমাজের যৌথ উদ্যোগে  মিছিল

News Sundarban.com :
জুন ২৪, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

সারা বিশ্বে আদিপত্য করতে চায় চীন।পাশাপাশি চীনের আক্রমণে লাদাখে কুড়িজন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন।চীনের এমন এমন কাপুরুষতার আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলো ক্যানিং নাগরিক সমাজ ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশন। বুধবার সকালে ক্যানিংয়ের চাঁদখালি থেকে ক্যানিং বাসষ্ট্যান্ড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা জুড়ে প্রতিবাদ মিছিল হয়।

প্রতিবাদ মিছিলে ক্যানিং নাগরিক সমাজ ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশনের কয়েক হাজার মানুষ অংশ নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়। মিছিল শেষে ক্যানিং বাসষ্ট্যান্ড চীনের প্রধানমন্ত্রী কুশপুত্তলিকায় জুতো দিয়ে বেধড়ক মারধোর করেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহন কারীরা।পরে চীনের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকায় আগুন দিয়ে পুড়িয়ে গঙ্গায় বিসর্জন দেয় বিক্ষোভকারীরা।ক্যানিং নাগরিক সমাজ ও ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ স্বাস্থ সুরক্ষা মিশনের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অজয় বায়েন বলেন “আগামী দিনে চীনা দ্রব্য বয়কট করে চীনকে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে হবে। আর তা না করতে পারলে চীনের আগ্রাসনী মনোভাব বৃদ্ধি পাবে এবং প্রতিবেশী রাষ্ট্র গুলো নিরাপত্তা জনিত সংকটের সম্মুখীন হবে। পাশাপাশি ভারতীয় বীর সৈনিক শহীদ সেনা জোয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সমগ্র যুব সমাজ কে রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ আন্দোলন গড়ার আহ্বান জানান।”