শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি, এই অ্যাপটি মোটেও সুরক্ষিত নয়

News Sundarban.com :
জুন ২৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ লকডাউনের শুরু থেকে জুম অ্যাপের মাধ্যমে চলছিল পড়াশোনা। মিটিং আলোচনা সব। কিন্তু সেই সময় থেকেই
কেন্দ্র জানিয়েছিল যে, জুম অ্যাপ ব্যবহারকারীর জন্য সুরক্ষিত নয়। বাধ্যতামূলক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু তারপরেও বিভিন্ন অফিস থেকে স্কুলে ব্যবহার হচ্ছে জুম অ্যাপ। ওই অ্যাপ ব্যবহার করে এবার হ্যকার হানার শিকার কলকাতার এক অভিনেতার মেয়ে। নামী স্কুলের পড়ুয়া ওই খুদে।
তবে শুধু ওই পড়ুয়াই নয়, আরও একাধিক পড়ুয়া একই সমস্যার সম্মুখীন। অনলাইন ক্লাস চলাকালীন তাঁদের অজান্তেই ঢুকে পড়ছে হ্যাকাররা। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই অ্যাপ ব্যবহার করে কেন বিপদে ফেলা হচ্ছে পডুয়াদের? এ বিষয়ে মুখ খুলছে না স্কুল।

প্রসঙ্গত, লকডাউন জারির সময় থেকে একধাক্কায় কয়েকগুণ বেড়ে গিয়েছিল জুম অ্যাপের ব্যবহার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই অ্যাপটি মোটেও সুরক্ষিত নয়।