বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও বস্ত্র বিতরণ

News Sundarban.com :
জুন ২৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অর্ন্তগত ক্যানিং সঞ্জয় পল্লী গ্রামে সমাজসেবী ফারুক আহমেদের উদ্যোগ এ শামিল হয়ে ক্যানিং যুব সমাজ এর যুবকরা নিজেদের গ্রামে জীবাণু নাশক স্প্রে করার উদ্যোগ নিলেন।ঝোপঝাড়,নালানিকাশীর আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন যুবকরা। পুরো গ্রাম করোনা ভাইরাস ও ডেঙ্গু নিধনের জন্য মঙ্গলবার এমন উদ্যোগ দেখে এলাকাবাসী খুশি।

এ বিষয়ে সমাজসেবী ফারুক আহমেদ বলেন আমাদের মতো প্রতিটি গ্রামে ক্লাব সংগঠন সহ যুব যোদ্ধাদের এমন কাজে এগিয়ে এসে এরকম মহৎ কাজ করা প্রয়োজন।এতে যেমন নিজেরা যেমন ভালো থাকবেন তেমনই এলাকার প্রতিবেশীরাও ভালো থাকবেন এবং সুস্থ জীবন যাপন করতে পারবে।এদিন এই সঞ্জয় পল্লি গ্রামে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি ক্যানিংয়ের কয়েকটি গ্রামে রথযাত্রা উপলক্ষে সমাজসেবী ফারুক আহমেদ সরদার ক্ষতিগ্রস্ত শিশুদের হাতের নতুন বস্ত্র তুলেদেন ।  ফারুক বাবু এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে এলাকার বিশিষ্টরা।