শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিল সুপ্রির কোর্ট

News Sundarban.com :
জুন ২২, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ ক্যালেন্ডারের নিয়ম মেনে এসে গিয়েছে আরও একটি রথযাত্রা। কিন্তু গোটা দেশে রাজ করছে মারণ ভাইরাস করোনা। এই পরিস্থিতিতে পুরীতে শর্তসাপেক্ষ রথ করার অনুমতি সুপ্রিম কোর্ট। স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিধির সঙ্গে আপস না করেন মন্দির কমিটি, রাজ্য সরকার এবং কেন্দ্রের সমন্বয়ের ভিত্তিতে রথের আয়োজন করা যাবে বলে জানিয়েছে শীর্ষ বৃহস্পতিবার পুরীর রথের ওপর স্থগিতাদেশ জারি করেছিল দেশের শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা রথ যাত্রার ওপরে নয় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু রায় দেননি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরেই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে একাধিক পিটিশন জমা পড়ে শীর্ষ আদালতে। সেই রায় পুনর্বিবেচনা করে সোমবার কার্ফু জারি করে রথযাত্রা করার অনুমতি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এই অনুষ্ঠানে সাধারণের প্রবেশ নিষেধ। রথে অংশগ্রহণ করার আগে সেবায়তদের করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই তবেই মিলবে প্রবেশাধিকার।