শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং-১ ব্লকে আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন অল ইন্ডিয়া জেনারেল ইনসুরেন্স এসসি এসটি(জয়মূর্ত্তি)

News Sundarban.com :
জুন ২২, ২০২০
news-image

বিশ্লেষন মজুমদার,ক্যানিং –

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের তালদি,মাতলা-১ ও ২ অঞ্চলের ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন অল ইন্ডিয়া জেনারেল ইনসুরেন্স এসসি এসটি পরিষদ(জয়মূর্ত্তি)।এদিন তাঁরা শিশুদের জন্য বেবী ফুড, বিস্কুট, মুড়ি,চিড়ে,চিনি,সরষের তেল, লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্তদের।পাশাপাশি তাঁরা তুলে দেন ত্রিপল।যার ফলে ত্রাণ পেয়ে খুশি আম্ফানে ক্ষতিগ্রস্তরা।সুন্দরবনের ক্যানিং মাতলা নদীর পাশে এই গ্রাম গুলিতে ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে বহু ঘরবাড়ি,গাছপালা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।ঝড়ের দাপটে ভেঙে পড়ে বিদ্যুৎতের খুঁটি,ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।এমনকি নদীবাঁধ ভেঙে নদীর নোনাজল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বিঘের পর বিঘে চাষের জমি।ক্ষতি হয় মিষ্টি জলের পুকুরে মাছ চাষ এবং কাঁকড়া চাষের পুকুর গুলি।কপালে হাত কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী ও খেটে খাওয়া মানুষগুলির।একদিকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।ফলে বহু মানুষজন কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। তারপর এই ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলগুলি।আর এমন ভয়ানক পরিস্থিতিতে ত্রাণ নিয়ে এগিয়ে আসেন অল ইন্ডিয়া জেনারেল ইনসুরেন্স এসসি এসটি পরিষদ(জয়মূর্ত্তি)।এ বিষয়ে অল ইন্ডিয়া জেনারেল ইনসুরেন্স এসসি এসটি পরিষদ(জয়মূর্ত্তি) যুগ্ম সম্পাদক ইস্টার্ন জোন শ্যামল দাস বলেন গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বেশ কিছু দিন আগে।এবার ক্যানিং-১ ব্লকের তালদি,মাতলা-১ ও ২ অঞ্চলের কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া জেনারেল ইনসুরেন্স এসসি এসটি পরিষদ(জয়মূর্ত্তি) পক্ষ থেকে।তবে ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমারা ত্রাণ তুলে দেবো।প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কয়েকশো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বেবী ফুড,বিস্কুট,মুড়ি,চিড়ে, চিনি, সর্ষের তেল,লবণ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং ত্রিপল তুলে দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের।