বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে ছেড়ে দাও

News Sundarban.com :
জুন ৮, ২০২০
news-image

পুলিশ হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরায় দমবন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুর আগে বারবার আর্তি জানিয়েছিলেন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে ছেড়ে দাও।

কিন্তু পুলিশ কর্মকর্তা ডেরেক শওভিন আর তার সহযোগীরা তাতে কান দেয়নি। ফলে প্রাণ হারান ওই কৃষ্ণাঙ্গ আমেরিকান। তারই জেরে এখন যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবী জুড়ে প্রতিবাদে ঝড় বইছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। হাঁটু দিয়ে গলা চেপে ধরার এই পুলিশি পদ্ধতি এবার নিষিদ্ধ হতে যাচ্ছে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার হিসেবে যখন তখন পুলিশি হস্তক্ষেপের বিষয়টিও নিষিদ্ধ হচ্ছে। এই দুই বিষয়সহ পুলিশ বিভাগে বেশ কিছু সংস্কারের পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিস সিটি কাউন্সিল।

এসব সিদ্ধান্ত ক্যালিফোর্নিয়াতেও নেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ। খবরে বলা হয়, গত শুক্রবার এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো পাস হয়েছে। তবে এগুলো কার্যকর হতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে।