শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রায়দিঘির জটা নগেন্দ্রপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি

News Sundarban.com :
জুন ৬, ২০২০
news-image

সাহিল আনোয়ার, রায়দিঘি :

আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো রায়দিঘির জটা নগেন্দ্র পুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সদ্য ঝড়ে ক্ষতিগ্রস্ত নগেন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের বরদানগর, সাউ পাড়া, পূর্ব শ্রীধর পুর পশ্চিম ও পূর্ব পাড়া, অঞ্চি পাড়া, সরকারপাড়া, সামন্ত পাড়া,দমকল, নগেন্দ্র পুর উত্তর পাড়া ও কেওড়াতলা। সেই সঙ্গে মনি নদীবাঁধ ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়ে কেওড়াতলা গ্রামের ৫০ টি পরিবার। শুক্রবার দুপুরে সংগঠনের প্রাঙ্গণ থেকে এলাকার শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেন সোসাইটির সম্পাদক পরিতোষ হালদার ও রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউনিভার্সের সভাপতি শর্মিলা রায়। আগামী দিনে এই সংস্থার পক্ষ থেকে এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ম্যানেজার মহিতোষ দুলই ও আইডিয়াল মিশন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ ঘোষ ও শিক্ষিকারা।