শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ত্রাণ দিলেন,আবার জঙ্গলে নেমে বন কর্মীদের সঙ্গে নেট জালের কাজ করলেন বনমন্ত্রী

News Sundarban.com :
জুন ৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের আম্ফানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।এদিন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের গদখালি জেটিঘাটে নামেন।সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের সজনেখালির গভীর জঙ্গলে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়া ফেন্সিং এর কাজ পরিদর্শন করে।সুন্দরবনের ফেন্সিং মূলত লোকালয়ে বাঘ আটকানোর কাজে ব্যবহার করা হয়ে থাক। সুন্দরবনের টাইগার প্রজেক্ট,দক্ষিণ ২৪ পরগনা ডিভিশন এলাকায়।বনমন্ত্রী সজনেখালি জঙ্গলে নেমে বন কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।পাশাপাশি বন কর্মীদের উৎসাহ দিতে মন্ত্রী নিজেই কাজে নেমে পড়েন নেট জাল দিতে।এরপর বনমন্ত্রী পীরখালি গভীর জঙ্গলে নামে।সেখানেও নেট জালের কাজের পরিদর্শন করে এবং বন কর্মীদের সঙ্গে কথা বলেন।গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে সুন্দরবনের নেট জালের ফিন্সিংয়ের ১৩২ কিলোমিটার নেট জাল তছনছ হয়ে।ফলে যে কোন সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে।তাই দ্রুত গতিতে নেট জালের ফিন্সিংয়ের কাজ চলছে।পাশাপাশি রাঙ্গাবেলিয়া অঞ্চলের জটিরামপুর,দুলকি এলাকায় কয়েক হাজার আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন “ঘূর্ণিঝড় আমফানের দাপটে সুন্দরবনের জঙ্গলে ১৩২ কিলোমিটার নেট জালের ফিন্সিংয়ের ক্ষতি হয়।তাই এই কাজ ৭ দিনের মধ্যে শেষ করা হবে।কেননা নেট জালের ফিন্সিং ঠিক মতোন না হলে যেকোনো সময় বাঘ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে যেতে পারে।সেই জন্যই বন কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে।তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে কথা বলি।বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আরো বলেন ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে গাছের ক্ষতি হয়।প্রায় ১৬ লক্ষ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী দিনে সাড়ে ৩ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।পাশাপাশি সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ লাগানো হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তর জন্য ৬৫০ কোটি টাকা বরাদ্দ করছেন বিভিন্ন দফতরের কাজের জন্য।এদিন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নদীবাঁধও পরিদর্শন করেন এবং আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।ফলে মন্ত্রী কে কাছে পেয়ে খুশি সাইক্লোন বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষজন।