শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী ব্লকে ত্রাণ নিয়ে গিয়ে পৌঁছে দিলেন যুব নেতারা

News Sundarban.com :
মে ৩১, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

আম্ফান সাইক্লোন ১১ দিন অতিক্রম হয়ে গেলেও একটু ত্রাণের জন্য হাহাকার চলছে বাসন্তী ব্লকের প্রত্যন্ত নদী তীরবর্তী এলাকায়। সাইক্লোন ঝড়ের দাপটে ভেঙে পড়েছে অজস্র বাড়িঘর,গাছপালা।নদীর লবণাক্ত জলে ক্ষতি হয়েছে ক্ষেতের ফসল,মাথা গোঁজার ঠাঁইও নেই।এলাকার মানুষের করুণ দাবী আমাদের বাঁচান।আম্ফান ঝড়ের পরই এই বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করতে গিয়েছিলেন ক্যানিং ১ ব্লক যুবতৃণমূল নেতা পরেশরাম দাস,মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস,বাসন্তী ব্লক যুবতৃণমূল নেতা আমান লস্কর সহ অন্যান্যরা। পরিস্থিতির ভয়বহতা দেখেই সেই মুহূর্তে যুবতৃণমূলের নেতৃত্বরা এলাকা মানুষের খাবারের ব্যবস্থা করে দশ হাজার টাকা ত্রাণ দিয়ে আসেন।রবিবার সকালে আবার যুবনেতারা বাসন্তী ব্লকের বিধ্বস্ত এলাকা ভরতগড়, আনন্দাবাদ, গরানবোস এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী এবং ত্রিপল নিয়ে যায়।সেখানে প্রায় ১২০০ অসহায় আম্ফান বিধ্বস্ত পরিবারের হাতে তুলেদেন ত্রাণ সামগ্রী। পাশাপাশি যুবতৃণমূল নেতারা জানিয়েছেন এই সামান্য খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, ডিম, মুড়ি, চিড়ে, বিস্কুট, ছাতু এবং ত্রিপল ১২০০ অসহায় পরিবারের মধ্যে তুলে দিয়েছি । আগামী দিনে আরো ২০০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী এবং ত্রিপল তুলে দেবো।