বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পথ দুর্ঘটনায় ৩ গোরুর মৃত্যু,গুরুতর জখম ১ এলাকায় উত্তেজনা

News Sundarban.com :
মে ৩০, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হল এক পূর্ণ বয়ষ্কের গোরু। পাশাপাশি মৃত্যু হয়েছে তিনটি পূর্ণ বয়ষ্কের গোরু। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স কোভিড হাসপাতালের সামনে।রাস্তায় সারি দিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত তিনটি গোরুর মৃতদেহ। একসাথে পথ দুর্ঘটনায় তিন তিনটি গোরুর মৃত্যু ঘিরে এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা।স্থানীয় সুত্রে জানাগেছে এদিন ভোরে একটি ট্রাক বারুইপুর থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল। যাওয়ার সময় আচমকা পরপর চারটি গোরু কে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনটি গোরুর মৃত্যু হয়। গুরুতর জখম হয় একটি। স্থানীয়রা জখম গোরুটি কে সেবা শুশ্রুষা করে সারিয়ে তোলার চেষ্টা করছেন। তবে ঘাতক গাড়িটি চালক সহ পলাতক।দুর্ঘটনার তীব্রতা এতোটাই বেশি ছিল যে ঘাতক ট্রাকের পিছন থেকে একটি চাকা খুলে বেরিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা চাকাটি উদ্ধার করে ঘাতক গাড়ীটির সন্ধানে খোঁজখবর শুরু করেছে।পাশাপাশি স্থানীয়দের দাবী সম্ভবত চালক মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল।দুরন্ত গতির ট্রাক কে নিয়ন্ত্রণ করতে না পারায় পর পর চারটি গোরু কে চাপা দিয়ে পালিয়ে যায়।একদিকে লকডাউন আর অপরদিকে ভয়াবহ আম্ফান । জোড়া ফলায় বিদ্ধ পথ কুকুর ও পথ গোরুদের পাল। তাই খাবারের খোঁজে পথে পথেই ঘুরতে হয় এই সমস্ত অসহায় প্রাণীদের। । করোনার জেরে লকডাউন চলায় বাজারের সমস্ত দোকানপাট,হোটেল বন্ধ।অসহায় ভাবে খাবারের খোঁজে হন্যে হয়ে ঘুরতে হয় এই সমস্ত অসহায় প্রাণী কুলদের । অগত্যা এই সমস্ত অসহায় প্রাণীদের খাদ্য সংকট দেখে এগিয়ে এসেছিলেন পশুপ্রেমী রেলপুলিশ আধিকারীক শান্তিময় ঘোষ,সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরদার,রাকেশ সেখ,ষষ্ঠী প্রামাণিক,রা। তাঁরা প্রতিনিয়ত ক্যানিং বাজার এলাকার শতাধিক কুকুর ও গোরুদের কে খাবার দিতেন।দুর্ঘটনায় পরপর তিনটি গোরুর মৃত্যুতে শোকাহত পশুপ্রেমীরা। তাঁদের দাবী প্রশাসন ঘাতক গাড়ি ও গাড়ির চালক কে খোঁজ কে উপযুক্ত শাস্তি দিক।