বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একটু একটু করে এম গতিপথ পরিবর্তন করছে ভয়ানক সাইক্লোন

News Sundarban.com :
মে ১৬, ২০২০
news-image

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগে জানানো হয়েছিল,  ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই। তবে বর্তমানে এর গতি প্রকৃতি দেখে আশঙ্কায় আবহাওয়াবিদরা। একটু একটু করে এম গতিপথ পরিবর্তন করছে ওই ভয়ানক সাইক্লোন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে মোড় নিচ্ছে একটু একটু করে। ‘আমফান’ যেভাবে গতিপথ বদলাতে এর প্রভাব পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে, এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের।

আগামী ১৬ ই মে থেকে নিজের শক্তি বৃদ্ধি করে আগামী ১৯ মে থেকে ২০ মে এর মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া সম্প্রতি তথ্য অনুযায়ী ‘আমফান’ মাঝ সমুদ্রে ৫ ডিগ্রি স্কোয়ার অঞ্চল জুড়ে অবস্থান করছে। আগামী ১৬ই মে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকবে বলে খবর আবহাওয়া সূত্রে।

আবহাওয়াবিদরা মনে করছেন, এই সাইক্লোন এর মূল অভিমুখ বাংলাদেশের দিকে। তাই বাংলাদেশের দিকে যাত্রার সময় এর প্রভাব কিছুটা পড়বে পশ্চিমবঙ্গের উপর।