বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রন্ট লাইনে কর্মরত করোনা যোদ্ধাদের মনোবল ও মানসিক শক্তি যোগাতে সংবর্ধনা দিলো স্বেচ্ছাসেবী সংস্থা

News Sundarban.com :
মে ১৫, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

করোনার দাপট শুরু হতেই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক ভাবে দ্বরাজ হস্তে সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।অ্যদিকে নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে দিনরাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন চিকিৎসক,নার্স,পুলিশ প্রশাসন।শুক্রবার দুপুরে একভিন্ন ভাবে ফ্রন্ট লাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সংবর্ধিত করে তাঁদের পাশে দাঁড়ালেন এক স্বেচ্ছাসেবী সংস্থা।এদিন ক্যানিং মহিলা থানার পুলিশ কর্মীদের হাতে রক্তগোলাপ,কলম,পানীয় জলের বোতল তুলে দিয়ে সংবর্ধনা ঞ্জাপন করলো ‘অবলম্বন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে ক্যানিং মহিলা থানার পুলিশ কর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ক্যানিং মহিলা থানার আইসি মুনমুন চৌধুরী বলেন “সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য আমরা দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে কাজ করার চেষ্টা করছি।পাশাপাশি করোনা নিয়ে সাধারণ মানুষ কে সচেতনতা করার কাজ চলছে।সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন এটাই বড় কথা।”
অন্যদিকে অবলম্বন সংস্থার পক্ষ জানানো হয়েছে করোনা নিয়ে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পুলিশ প্রশাসন। তাঁদের মনোবল বৃদ্ধি এবং পুলিশ কর্মীদের মানসিক শক্তি যোগাতে আমরা করোনা যোদ্ধাদের সামান্যতম সংবর্ধনা জানিয়ে তাঁদের কে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি মাত্র।