বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে কয়েক হাজার শিশুকে খাদ্যসামগ্রী দিলেন পরেশ

News Sundarban.com :
মে ১৫, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

করোনার তান্ডব শুরু হতেই জারী হয়েছিল লকডাউন। লকডাউনের শুরু থেকেই ধারাবাহিক ভাবে দরিদ্র অসহায় মানুষজনের পাশে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা ক্যানিং ব্লক যুবতৃণমূল সভাপতি পরেশরাম দাস।লকডাউনের হাফ সেঞ্চুরী পর্যন্ত নিকারীঘাটা,ইটখোলা,গোপালপুর,দাঁড়িয়া,হাটপুকুরিয়া,দিঘীরপাড়,তালদি,মাতলা১ ও ২ গ্রাম পঞ্চায়েত সহ ক্যানিং ১ ব্লকের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাড়ে পাঁচ হাজারের ও বেশী অসহায় দরিদ্র পরিবার গুলির হাতে ত্রাণের খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন।অন্যদিকে এলাকার প্রায় পাঁচশো প্রতিবন্ধী মানুষের হাতে তুলে দিয়েছিলেন খাদ্যসামগ্রী। এমন কি বিভিন্ন সময়ে পরেশ কে ফোন করে দুঃখ দুর্দশার কথা জানিয়ে ছিলেন অসংখ্য দরিদ্র মানুষজন।দুঃখ দুর্দশার কথা শুনে তাঁদের বাড়িতে বাড়িতে খাদ্য সমগ্রী পৌঁছে দিয়েছিলেন পরেশ নিজেই।ক্যানিং ১ ব্লকের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের মধ্যে বাদ যায়নি প্রতিবন্ধী,বয়স্ক,বৃদ্ধ,বৃদ্ধারাও। তাঁরাও সংকটকালে পেয়েছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। শুক্রবার সকালে ভিন্নভাবে এলাকার শিশুদের প্রতি মানবিক হলেন এই যুবনেতা।এদিন সকালে ক্যানিং বাসষ্ট্যান্ডে এলাকায় প্রায় ১২০০ শিশুর হাতে তুলেদিলেন ডিম,রুটি,বিস্কুট,দুধ সহ অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী।

যুবনেতার হাত থেকে সংকটময় মুহূর্তে শিশুরা এমন খাদ্য সামগ্রী পেয়ে খুশি।খুশি তাদের পরিবারের লোকজনও।