বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা যুদ্ধে সপাটে ব্যাট চালিয়ে জয়ের মালা পরলেন সুন্দরবনের গৃহবধু নার্স ইন্দ্রাণী দত্ত

News Sundarban.com :
মে ১৩, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং

-ঘুটিয়ারী শরীফ এলাকার বাসিন্দা পেশায় ইনষ্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালের নার্স ইন্দ্রাণী দত্ত।তিনি নিজের জীবন বাজী রেখে করোনায় আক্রান্তদের সেবা করতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হন গত ২৯ মে। এমন খবর প্রকাশ্যে আসতেই ক্যানিং মহকুমার সর্বত্র চাপা গুঞ্জন শুরু,হয় আর রক্ষা করা গেলো না!দাপটের সাথে সুন্দরবনে সিংহদূয়ারে থাবা বসিয়েছে করোনা।সমগ্র এলাকা শেষ হয়ে যেতে পারে এই করোনা ভাইরাসে। পাড়ার মোড়ে মোড়ে রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় চলাচলের রাস্তা।ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতার সাথে গড়ে ওঠে প্রতিরোধ।গৃহবধু নার্স ইন্দ্রাণী দত্ত কে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।পাশাপাশি তাঁর পরিবারের সকল কে নিয়ে যাওয়া হয় ক্যানিং এর পথের সাথী আইসোলেসন সেন্টারে। কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করার পর ইন্দ্রানী দেবীর পরিবারের অন্যান্য সদস্যের শরীরে করোনার কোন উপসর্গ না পাওয়ায় তাঁদের কে বাড়িতে ফেরত পাঠানো হয়।কিন্তু করোনা যোদ্ধা ইন্দ্রানী দেবী সুস্থ হয়ে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকার লোকজন। করোনা যোদ্ধা কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দা সহ অন্যান্য লোকজনের মুখে একটাই আলোচ্য বিষয় ছিল আর বাঁচানো সম্ভব নয়।বিমর্ষ হয়ে পড়েন সাধারণ মানুষজনও।সহজে হাল ছাড়ার পাত্রী নন বাংলা তথা সুন্দরবনের এই গৃহবধু। করোনার শুরু থেকে নিজের জীবন উপেক্ষা করে একটি সরকারী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা শুশ্রূুষা করে আসছিলেন তিনি।শুরু থেকেই দাপটের সাথে মাঝমাঠে দাঁড়িয়ে ফিল্ডিং ও ব্যাট করে আসছিলেন গৃহবধু ইন্দ্রানী দত্ত। আচমকা লকডাউন আর করোনার ঝাপটায় তিনি করোনা পজিটিভ এ আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যান।আচমকা এই করোনা যোদ্ধা মাঠের বাইরে চলে যেতেই ভেঙে পড়ে সমগ্র সুন্দরবনবাসী।বুক চিতিয়ে জীবন বাজী রেখে মাঠে এবং মাঠের বাইরে থেকে সপাটে ব্যাট চালিয়ে লড়াই করেন ইন্দ্রানী দেবী।পেশায় সরকারী স্বাস্থ্যকেন্দ্রের নার্স ইন্দ্রানী দেবী প্রাণপণ লড়াই চালিয়ে সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার বিকালে ফিরে আসেন নিজের বাড়িতে।দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের জীবনতলা থানার অর্ন্তগত বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের প্রতাপগড় কলোনী এলাকায় বাসিন্দা তিনি।নিজের পাড়ায় পা রাখতেই জনজোয়ারে ভেসে যায়। ইন্দ্রানী দেবী কে লক্ষ্য করে শুরু হয় পুষ্প বৃষ্টি। তাঁকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন পাড়া প্রতিবেশীরা।দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফের প্রতাপগড় কলোনী পাড়ার বাসিন্দা নার্স ইন্দ্রানী দত্ত কিছুদিন আগে আক্রান্ত হয়ে ছিলেন করোনায়। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

অবশেষে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইন্দ্রানী দত্ত। এদিন বিকালে গ্রামের বাড়িতে ঢুকতেই  প্রতিবেশীরা ফুলের মালা পরিয়ে ও পুষ্পবৃষ্টি মধ্যদিয়ে ফ্রন্ট লাইনে কর্মরত করোনা যোদ্ধাকে বরণ করে ঘরে তুলে নেন।গ্রামবাসীদের এমন শুভেচ্ছা পেয়ে আবেগে উদ্বুদ্ধ হয়ে পড়েন তিনি।আগামী দিনেও স্বমহিমায় কর্মক্ষেত্রে ফিরে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান বলে জানিয়েছেন করোনা যোদ্ধা ইন্দ্রনী দ্ত্ত।