শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাল পুর গ্রাম পঞ্চায়েতে ত্রান বিলি নিয়ে শাসক ও বিরোধীদের চাপান-উতোর

News Sundarban.com :
মে ১২, ২০২০
news-image

সাহিল আনোয়ার, মথুরাপুর :

মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির লালপুর গ্রাম পঞ্চায়েতে ক্রান বিলি হচ্ছে না নিয়ে বিরোধীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে তাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে দাবি করেছেন লালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনছুর আলী হালদারের। তিনি জানান, জল ঘাটা ১ ও ২ হালদারপাড়া, পিয়াদা পাড়া ও শিবগঞ্জ বৈদ্য পাড়া বলে যে জায়গাগুলোতে মানুষ ত্রান পাচ্ছে না তা নিয়ে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে। সেই অভিযোগ উদ্যেশ্য প্রণোদিত বা অপপ্রচার ছাড়া আর কিছু নেই। সেখানে যথেষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে বলে তার দাবি। তিনি আরও জানান, সরকারি রেশন ব্যবস্থা, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি মাধ্যমে খাদ্য সামগ্রী ওখানে পৌঁছেছে। এছাড়া ব্লক প্রশাসন থেকে জি আর কোটার চাল পৌঁছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে লালপুর মাদ্রাসা, স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ প্রশাসন ও এলাকার সমাজসেবীদের সহায়তায় খাদ্য সামগ্রী ধারাবাহিক ভাবে ওই গ্রামগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারিভাবে খাদ্য সামগ্রী পাওয়া সত্বেও তিনি তার নিজস্ব খরচায় এলাকায় ৬৪ কুইন্টাল চাল, ৬০ কুইন্টাল ডাল, ৭০০ সাবান ছাড়া আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি তিনি এলাকায় নিজস্ব খরচায় রান্না করে গ্রামবাসীদের খাওয়ার ব্যবস্থা করেছেন। পাশাপাশি জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলি তার কোটা থেকে লালপুর গ্রাম পঞ্চায়েতে ৫ কুইন্টাল ও জেলা পরিষদ সদস্য নির্মল মজুমদার দেড় কুইন্টাল চাল বিতরণ করেছেন।  আর ও পরিসংখ্যান দিয়ে তিনি জানান, উপপ্রধান নীলিমা সানা পাঁচ কুইন্টাল চাল ও ৪০ কেজি ডাল বিতরণ করেন। জল ঘাটা ১ নম্বরের  সদস্যা মাজিদা মোল্লা এই লক ডাউন চলাকালীন এক কুইন্টাল চাল ও এক বস্তা আলু বিলি করেছেন। জল ঘাটা ২ নম্বরের সদস্য নুর আলি হালদার দেড় কুইন্টাল চাল বিলি করেছেন। এছাড়া সদস্যা শাহানারা পিয়াদা সাড়ে চার কুইন্টাল চাল ৭০ কেজি আলু ও ১৫ কেজি ডাল বিতরণ করেছেন। সদস্য মজিদ ঘরামী ১ কুইন্টাল চাল ৮০ কেজি ছোলা ও ৮০ কেজি চিনি বিতরণ করেছেন। এছাড়া বাকি সদস্য সদস্যরা প্রত্যেকেই ত্রাণ বিলি করেছেন। সেই সঙ্গে বিডিও কোটায় রেশন দোকান মারফত ২০ কুইন্টাল এবং গ্রাম পঞ্চায়েত মারফত  ২০ কুইন্টাল মোট ৪০ কুইন্টাল চাল বিলি করা হয়েছে। এছাড়া সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মথুরাপুর থানার ওসি গৌতম সাহা। আমরা চাচ্ছি এই সময়ে সাধারণ মানুষের কাছেে খাদ্য সামগ্রী তুলে দেওয়া। বিরোধীরা সেটা করতে না পেরে, হালে পানি না পেয়ে ওই গ্রামগুলো নিয়ে  ত্রাণ পাচ্ছে না বলে রাজনীতি শুরু করেছে। আমাদের বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক পরিকল্পিতভাবে আমাদের দলের একাংশের যোগসাজশের আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলকে হেয় করার চেষ্টা করছে। এমনকি সদস্য-সদস্যাদের বাড়িতেে হামলা করার ইন্ধন দেওয়া হয়েছে বলে তার দাবি। মথুরাপুরের বিডিও জামিল আখতার জানান, আমরা লালপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপকভাবে রেশন বিলি করেছি। প্রতিদিন জি আর কোটার চাল গ্রাম পঞ্চায়েত থেকে বিলি করা হচ্ছে। প্রত্যেকে ৭০ থেকে ৮০ কেজি করে চাল নিয়ে গিয়েছে। এছাড়া ব্লক অফিস থেকে ও চাল বিলি করা হয়েছে। এমনকি মাদ্রাসায় কমিটি করে সেখান থেকে চাল বিলি করা হয়েছে। বিরোধীরা পরিকল্পিতভাবে এখানে একটা সমস্যা তৈরি করছে।