শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭০০ টি দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলি চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের

News Sundarban.com :
মে ৯, ২০২০
news-image

সাহিল আনোয়ার, চন্ডিপুর :

স্থানীয় বিধায়ক, জেলা পরিষদের সহকারি সভাধিপতি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় শনিবার সকাল থেকে চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত ভবন থেকে ১৫ টি বুথের প্রায় ১৭০০  জন দুঃস্থদের হাতে সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে “আপনার বিধায়ক আপনাদের পাশে” নামে একটি প্যাকেটর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, সর্ষের তেল বিতরনের সঙ্গে সংখ্যালঘুদের ইফতার সামগ্রী ছোলা, চিনির পাশাপাশি সাবান ও মাস্ক তুলে দেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর, প্রধান সুরভী পুরকাইত ও উপ প্রধান রশিদা বিবি মোল্লা প্রমুখ।