রমজানে সংখ্যালঘুদের পাশে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি

সাহিল আনোয়ার, কেওড়াতলা :
লকডাউনের জেরে কর্মহীন হয়ে গৃহবন্দী সাধারণ মানুষ। সেই সঙ্গে শুরু হয়েছে রমজান মাস। রমজান মাসে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সহকারী সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর। রমজান উপলক্ষে বুধবার সকালে সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কুলপি পঞ্চায়েত সমিতির কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মুসলিম পরিবারের হাতে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু বিতরণের পাশাপাশি ইফতার সামগ্রী হিসাবে ছোলা, চিনি, খেঁজুর, বিস্কুট, ও সাবান, মাস্ক তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর।