শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিসের সঙ্গে সংঘর্ষ পরিযায়ী শ্রমিকদের

News Sundarban.com :
মে ৫, ২০২০
news-image

দেশে করোনার দ্রুত সংক্রমণের মাঝেই ফের গুজরাটে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধল পরিযায়ী শ্রমিকদের। বিভিন্ন রাজ্যের এই শ্রমিকরা সুরাটে মূলত টেক্সটাইল শিল্পের সঙ্গে যুক্ত। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে চান তাঁরা, এই দাবি নিয়েই বরেলির একটি বাজারে বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে সেখানে যখন পুলিস পৌঁছায়, তখনই ক্ষিপ্ত পরিযায়ী শ্রমিকরা পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুরাট পুলিস। বরেলির এই বাজার ছাড়াও বাড়ি ফেরার দাবি নিয়ে সুরাটের পলনপুর পাতিয়া অঞ্চলেও একই দিনে বিক্ষোভ দেখান সেখানে আটকে থাকা বাকি শ্রমিকরা। অশান্তির পর দুটি জায়গাতেই বিপুল পুলিস বাহিনী মোতায়েন রয়েছে।