শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা যুদ্ধে মাঠে নামলেন মহিলারা

News Sundarban.com :
এপ্রিল ৩০, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – মানব জীবনে করোনা আর লকডাউন অনেক অনেক কিছু শিখিয়ে দিলো।জাতপাত,ধর্মবর্ণ সব কিছু ভেদাভেদ ভুলিয়ে একত্রিত করে করোনা তার দাপট রেখেছে অব্যাহত।আর সেই করোনা তান্ডবে দিন আনা পরিবার গুলি সবকিছু হারিয়ে বিমর্ষ হয়ে অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন ভাবে নানান সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ অসহাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ত্রাণও দিচ্ছেন।এবার সেই ত্রাণ নিয়ে দুঃস্থ মায়েদের পাশে দাঁড়ালেন খোদ মহিলারাই। যা ক্যানিং মহকুমা সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জেলায় এক অনন্য দৃষ্টান্ত।মহিলা পরিচালিত ক্যানিংয়ের দিঘীরপাড় সূবর্ণ সংঘ প্রাথমিক বহুমূখি সমবায় সমিতি। সমিতির ১২ জন মহিলা সদস্যা ঝর্ণা পাত্র,সোমা নাইয়া,সন্ধ্যা নস্কর,সোনালী চক্রবর্তী,মিতা মন্ডল,রীণা বৈদ্য,স্বপ্না মন্ডল,প্রতিমা মন্ডল,আভা মন্ডল,রোকেয়া গায়েন,রেহেনা গাজী,মিতা মাখাল।সকল সদস্যারা রীতীমতো মিলিত ভাবে সমপরিমাণ চাঁদা দিয়ে খাদ্যসামগ্রী কিনে বৃহষ্পতিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় শতাধিক দুঃস্থ মায়েদের হাতে তুলেদিলেন। শিশুদের খাবার সহ পর্যাপ্ত পরিমাণ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়ার আগেই করোন সংক্রমণ ঠেকাতে দুঃস্থ মায়েদের হাতে স্যানিটাইজার ও দেন।

দিঘীরপাড় সূবর্ণ সংঘ প্রাথমিক বহুমূখি সমবায় সমিতি সদস্যারা জানিয়েছেন লকডাউন চলা পর্যন্ত আমরা প্রত্যন্ত গ্রামের দুঃস্থ মায়েদের পরিবারের পাশে সাহায্য সহযোগিতা কর্মপ্রণালী অব্যাহত রাখবো।পাশাপাশি শিশুদের পুষ্টির দিকটা লক্ষ্য রেখে আগামী দিনে আরো বেশী পরিমাণ প্রোটিন খাদ্য সামগ্রী তুলে দেবো।
করোনা যুদ্ধে খোদ মহিলারা মাঠে নেমে ত্রাণ দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু উন্নয়ণ জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষা গীতশ্রী প্রধান।