শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আবার বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

News Sundarban.com :
এপ্রিল ২৯, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং —

বিরামনেই। আবার বাঘের আক্রমণে নিখোঁজ হল এক মৎস্যজীবী।ঘটনাটি ঘটেছে বুধবার সুন্দরবন জঙ্গলের ৫ নম্বর ঝিলা জঙ্গলে।নিখোঁজ মৎস্যজীবীর নাম সুজিত মন্ডল(৪৮)।

স্থানীয় সুত্রে জানাগেছে বুধবার ভোরে লকডাউন উপেক্ষা করে গোসাবা ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়ীপুর গ্রাম থেকে সুজিত মন্ডল তার দুই সঙ্গী পূর্নমা মন্ডল ও নিরাপদ মন্ডলকে সাথে নিয়ে বনফতরের অনুমতি ছাড়াই সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়।এদিন ভোরে যখন সকলে নদীতে মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত তখনই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে সুজিতের উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গী সাথীরা সুজিত কে বাঁচানোর জন্য কাঁকড়া ধরার শিক ও নৌকার বৈঠা নিয়ে বাঘের সাথে লড়াই করে । দীর্ঘক্ষণ লড়াইয়ের পর বাঘের ভয়াবহ হিংস্র আক্রমণের কাছে হার মানেন দুই সঙ্গী। বাঘ তার শিকার নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে চলে যায়।অপর দুই মৎস্যজীবী গ্রামে ফিরে এসে এমন মর্মান্তিক ঘটনার খবর সুজিতের পরিবার কে দিলে শোকে ভেঙে পড়েন।উল্লেখ্য চলতি সপ্তাহে সুন্দরবন জঙ্গলে মধু ভাঙতে ও মাছ কাঁকড়া ধরতে গিয়ে তিনজন মৎস্যজীবী প্রাণ হারালেন।