বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম গুলিতে জীবাণু নাশক ওষুধ ছড়ানোর কাজ শুরু হল

News Sundarban.com :
এপ্রিল ২৮, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

কলকাতা সহ অন্যান্য শহর,পৌরসভা এলাকায় কিংবা হাসপাতাল,সরকারি অফিস কাছারী,রেলওয়ে ষ্টেশনে জীবাণুনাশক ওষুধ ছড়ানো হলেও পঞ্চায়েত এলাকায় এমন উদ্যোগ দেখা যায়নি।একদিকে চলছে করোনার দাপট।আর সেই ভাইরাস সংক্রমণ রুখতে এবার গ্রামপঞ্চায়েত স্তরে জীবাণুনাশক ছড়ানোর উদ্যোগ শুরু করলো ক্যানিং ১ ব্লকের মাতলা ২ গ্রাম পঞ্চায়েত।ইতিমধ্যে এই গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪ টি গ্রাম সংসদের অলিগলি,জলনিকাশি নালা সহ অন্যান্য জায়গায় জীবাণুনাশক ওষুধ ছড়ানোর কাজ শুরু হয়েছে।এই গ্রামপঞ্চায়েত এলাকায় প্রায় ২৪ হাজারেরও বেশী মানুষজন বসবাস করেন।

শুধু রাস্তাঘাট কিংবা নিকাশিনালায় জীবাণুনাশক ওষুধ ছড়ানো হচ্ছে না। পঞ্চায়েতের অধিনস্থ প্রতিটি বাড়িতে বাড়িতে জীবাণুনাশক ছড়ানোর কাজ চলছে।
উল্লেখ্য এই মাতলা ২ গ্রামপঞ্চায়েত বিগত দিনে করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্যকর্মী সহ এলাকার বাসিন্দাদের হাতে মাস্ক,স্যানিটাইজার,সাবান,খাদ্যসামগ্রী বিলি করা হয়েছিল।আর মঙ্গলবার থেকে এলাকার নালা নিকাশি পরিষ্কার করে জীবাণু মুক্ত গ্রামপঞ্চায়েত গড়তে জীবাণুনাশক ছড়ানোর কাজ শুরু হয়।পঞ্চায়েতের এমন উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।
পঞ্চায়েত প্রধান উত্তম দাস জানিয়েছেন “করোনা ভাইরাস ঠেকাতে মাতলা ২ গ্রামপঞ্চায়েত বিভিন্ন উদ্যোগ নিয়েছে।এলাকার বাসিন্দারা সামাজিক দুরত্ব বজায় রেখেই লকডাউন পালন করছেন।যেনতেন প্রকারে আমরা জীবন বাজী রেখে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ”