মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেটের টানে

News Sundarban.com :
এপ্রিল ২৭, ২০২০
news-image

‌ পেটের টানে

সনাতন নাইয়া

তুমি এমনি ভাবে কাঁদাতে আসো
নানা রূপে- নানা নামে
নানা বেশ- বসন পরে ।
কখনো খরা, কখনো বন্যা,
কখনো সাইক্লোন,সোয়াইন-ফ্লু
আয়লার হাত ধরে।
আর আজ তুমি –
সারা পৃথিবীকে কাঁদালে…
‘ক রো না’ নাম নিয়ে ।
তোমার এই রূপ পরিবর্তনের খেলা
দেখেছি বছর বছর ধরে চলে।
আমরা শুধু দিকভ্রান্ত ,চিন্তা মগ্ন হয়ে যাই –
দু-বেলা পেটের টানে, রুজির খোঁজে।
তুমি আসো আর ‌- নির্বাক, দিকশূন্য …
হতে হয় আমাদের বেশি…!
চাল আটা মাইলো ভূট্টা যব….
তবু ও , বাঁচিয়ে রাখে আমাদের-
শেষে কেউ বাঁচি, কেউ বা যাই চিরতরে..
এছাড়া নেই যে কোনো পথ…!

তাই বোধহয়, আজ ও ছুটে চলেছি
চাল গমের সাথে একটু শাকপাতা,
কচুর-ডাঁটা জোগাড়ের আশায়….!!
————–**————-