বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ২ লাখ ৬ শ ২৯ জন মানুষ।
গত ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬৫ হাজার ৯৩৮ জন মানুষ।
আক্রান্ত ও মৃত্যুর উভয় দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। চীনে উৎপত্তি হলেও ইউরোপে প্রাদুর্ভাব শুরুর পর থেকেই মৃত্যু ও আক্রান্ত দ্রুতই বাড়তে থাকে।
করোনায় মার্চ মাসের শেষ দিকে প্রথমবারের মতো বিশ্বজুড়ে একদিনে মৃত্যু এক হাজার ছাড়ায়। কিন্তু এখন গড়ে দিনে তা ৭ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে ৫২ হাজার ৭৮২ জন। যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৩৮৪, স্পেনে ২২ হাজার ৯০২, ফ্রান্সে ২২ হাজার ২৪৫, যুক্তরাজ্যে ২০ হাজার ৩১৯, বেলজিয়ামে ৬ হাজার ৯১৭, জার্মানিতে ৫ হাজার ৮০৫ ও নেদারল্যান্ডসে মারা গেছে ৪ হাজার ৪০৯ জন।