বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রানু মন্ডল

News Sundarban.com :
এপ্রিল ২৫, ২০২০
news-image

গান গেয়ে নয়, লকডাউনে পাড়ার দুঃস্থ মানুষদের সাহায্য করে শিরোনামে রানু মন্ডল। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়া মোটামুটি তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। প্রথম প্লেব্যাকও প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। বিভিন্ন সময় বিভিন্ন কারনের জন্য নেটিজেনদের হাসি-তামাশার পাত্রী হয়ে ওঠেন রানু। এবার কোনও নতুন মিম নয়, বরং এবার প্রশংসার পুষ্পবৃষ্টি হচ্ছে রানুর ওপর। বাড়িতে বসেই পাড়ার দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লকডাউনে রেশনের ব্যবস্থা করেছেন অসহায়দের জন্য।
তিনি এবার সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান। যাঁদের এসময় খাবার জুটছে না, তাঁদের জন্য বিনামূল্য চাল, ডাল, আলু ও অত্যাবশ্যকীয় পণ্যের জোগান দিলেন তিনি। তাঁর বক্তব্য, ঈশ্বর তাকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে এই মহামারিতে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান। সেই সঙ্গে সবাইকে করোনা মোকাবিলায় এগিয়ে আসারও আবেদন করেছেন রানু। এই প্রসঙ্গে রানু বলেন, “যেখানে ভালবাসা সেখানেই ভগবান। সততার ফল কখনও বৃথা যায় না। মানুষ ভাল কাজ করলে তার ফল কখনও না কখনও পাবে।”