বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক না পরলে তেল দেওয়া যাবে না

News Sundarban.com :
এপ্রিল ২৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

দেশজুড়ে করোনা ভাইরাস কে ঠেকাতে নানান ধরনের বিধি নিষেধ চালু হয়েছে।চালু রয়েছে লকডাউনও।আর এমন ভয়াবহ পরিবেশ তৈরী হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষজন।দিনের পর দিন সেই আতঙ্কের প্রহর গুনছে।বাইরে বের হলেই মাস্ক বাধ্যতা মূলক। সেই পরিস্তিতে এখনও বেশকিছু অঞ্জ লোকজন মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছে। বিশেষ করে অধিকাংশ গাড়ির চালকের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার জন্য করোনা ভাইরাস সংক্রমণের আশাঙ্কা রয়েই যায়।প্রশাসনিক স্তরেও বিভিন্ন ভাবে সচেতনার প্রচার চলছে করোনা প্রতি হত করার জন্য।এবার সেই সচেতনতা লক্ষ্য করা গেল প্রত্যন্ত পিছিয়েপড়া বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কালিপদ’র মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে তেল ভরতে হলে মাস্ক মুখে মাস্ক থাকা বাধ্যতামুলক।মাস্ক না পরলে তেল দেওয়া হবে না।এমনই অভিনব নোটিশ জারি করেছেন পাম্প কর্তৃপক্ষ।

মুখে রুমাল কিংবা মাস্ক না থাকার কারণে বৃহষ্পতিবার বেশকিছু বাইক আরোহিকে তেল না দিয়ে ফিরিয়ে দেয় পাম্প কর্তৃপক্ষ।পাম্প কর্তৃপক্ষের দাবী একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে কয়েক ঘন্টায় সংখ্যাটা হাজারে পৌঁছে যাবে। ফলে তেল বিক্রি হোক বা না হোক দুঃখ নেই। মাস্ক না পরলে তেল দেওয়া যাবে না।গাড়ি চালক পরেশ টালি,তপন মন্ডল’রা বলেন “সমস্ত পাম্পে এমন বিধি নিষেধ চালু করলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে তেমনই ভাইরাকে প্রতিহত করা সম্ভব হবে।পেট্রোলপাম্পে এমন অভিনব সচেতনতার জন্য খুশি সাধারণ মানুষজন ও গাড়ির চালকরা।